ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

ধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ২ জুন ২০২২

বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় বুধবার রাতে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার নানী। মামলায় ভিকটিমের চাচাতো মামা হাফিজ উদ্দিন হাওলাদারকে আসামি করা হয়েছে।

ভিকটিকের স্বজনারা জানান, দুপুরে ঘরের পেছনে টিউবওয়েলে গোসল করতে যায় শিশুটি। এ সময় প্রতিবেশি হাফিজ উদ্দিন হাওলাদার গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য হত্যাসহ নানা ভয়ভীতি দেখায় সে। 

কিন্তু নির্যাতনের শিকার শিশুটি ঘরে আসলে রক্তক্ষরণ হতে শুরু করে। তখন বিষয়টি নানীকে জানায় সে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ওই রাতেই শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি