ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩২, ৭ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাঁকো পার হতে গিয়ে খালের পানিতে ডুবে তাজিমা (৭) ও জিহাদ (১০) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের মকবুল মিয়ার সন্তান। 

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার উদ্দিন জানান, সকালে ভাই-বোন বাড়ি থেকে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হচ্ছিল। এ সময় তাজিমা পিছলে সাঁকো থেকে পানিতে পড়ে যায়। পরে ভাই জিহাদ তাকে বাঁচাতে গেলে সেও পানিতে তলিয়ে যায়। 

খবর পেয়ে পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ্ সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি