ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫

জামালপুরে ৬ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

জামালপুরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে মদ, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন। 

অনুষ্ঠানে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, কুডিগ্রামের রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিয় চক্রবর্তী, সহকারী কমিশনার নুসরাত জাহান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, কুড়িগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসানসহ জামালাপুর ও কুড়িগ্রাম জেলার প্রশাসনের বিভিন্ন কর্মাকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় ১ লাখ ৫৮ হাজার ২১০ পিচ ইয়াবা, ৬ হাজার ৩৩৪ বোতল বিভিন্ন প্রকার মদ, প্রায় ৫৪ কেজি গাঁজা, ৪৬৪ বোতল ফেনসিডিলসহ ৫ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৫৪১ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়। জামালপুর ও কুড়িগ্রাম জেলার ভারত সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে ৩৫ বিজিবির বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি