ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

কলাপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:২০, ২৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে উপজেলার টিয়াখালী ও ডাবলুগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফকারকৃতরা হলো সাদ্দাম গাজি (২০), তানজিল মুন্সী (১৯), রিপন মৃধা (২০) ও রনি মৃধা (২০)। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, গত বুধবার সকালে নির্মাণাধীন আরপিসিএল-এ কর্মরত আবুল বশার নামে এক শ্রমিকের একটি মোটসাইকেল চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন স্থানে লাগানো সিসি ক্যামেরা পর্যালোচনা করে চোরচক্রকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে এ চক্রের হোতা সাদ্দাম গাজি এবং তারদেয়া তথ্য মতে শুক্রবার সকালে তার তিন সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এঘটনায় আবুল বাশার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার চোর। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি