ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

বরিশালের সুস্বাদু পানের সুনাম ছড়িয়েছে বিদেশেও (ভিডিও)

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ৫ সেপ্টেম্বর ২০২২

বরিশালের সুস্বাদু পানের সুনাম ছড়িয়েছে বিদেশেও। তবে দাম কম পাওয়া, উপকরণের মূল্যবৃদ্ধি আর পান আমদানির কারণে ক্ষতির মুখে চাষীরা। 

বরিশাল বিভাগে এ মৌসুমে পাঁচ হাজার ৬১৭ হেক্টর জমিতে আবাদে পান পাওয়া গেছে ৪৫ হাজার ৮৬১.৫ মেট্রিকটন। বাম্পার ফলনে গ্রামে গ্রামে তাই বরজের এমন নজরকাড়া দৃশ্য।

একবার কাজ করলে বরজে পানের ফলন হয় বারো বছর পর্যন্ত। রাসায়নিক সার কম লাগায় এক বিঘা জমিতে আবাদে বছরে দুই লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

পানচাষ তাই হতে পারে লাভজনক। কিন্তু দেশি পানের দাম কম হওয়ায় উল্টো লোকসানের শঙ্কায় হতাশ চাষিরা।

পানচাষিরা জানান, “বাম্পার ফলন হয়েছে কিন্তু ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত। এনজিও থেকে ঋণ নিয়ে পানের বরজ করেছি। পানের দাম কম থাকায় নিঃস্ব হয়ে গিয়েছি। সরকার যদি এলসি বন্ধ করে বাংলাদেশের পান বিদেশে রপ্তানি করলে আমরা কৃষকরা উপকৃত হব।”

আর কৃষি বিভাগ বলছে, উৎপাদিত পান নিরাপদ করে বিদেশে বেশি রপ্তানি করতে চায় তারা।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হৃদয়েশ্বর দত্ত বলেন, “ইতিমধ্যে আমাদের দেশের উৎপাদিত পান বিদেশে হচ্ছে। এটা আশার কথা। আমাদের উদ্যোগ ও পরামর্শ মতো কাজ চলছে। যাতে উৎপাদিত পান নিরাপদ করতে পারি এবং বিদেশে রফতানি করতে পারি। রফতানি করতে পারলে পান থেকে বহু রেমিট্যান্স অর্জন করতে পারবো।”

অর্থনীতিতে অবদান রাখতে পান চাষে সরকারি পৃষ্ঠপোষকতা চান চাষিরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি