ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

নবাবগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ১

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিপুল পরিমান ইয়াবা ও হেরোইনসহ মো. আজাদ (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ডিআইজি মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে নবাবগঞ্জ ও রাজধানী ঢাকা শহরসহ তার আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর (সোমবার) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নবাবগঞ্জের দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আজাদকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে ৩ হাজার ১৬০ পিচ ইয়াবা ও ১৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২২ লাখ ৯৮ হাজার টাকা। এছাড়াও তার নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি