বেনাপোলে মাদকসহ আটক ১
প্রকাশিত : ১২:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২২

যশোরের বেনাপোল সীমান্তের কাগজপুকুর বাজার থেকে একটি এলিয়ন প্রাইভেটকারে মাদকের চালানসহ সোহাগ মিয়া ওরফে বড় বাবু (৩৫) নামে এক মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ মিয়া যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন খবরের ভিত্তিতে জানা যায় বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। এ ধরনের সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার থেকে দুই জন দৌঁড়ে পালিয়ে যায়, তবে সোহাগ মিয়াকে আটক করতে সক্ষম হয়। এ সময় নম্বরবিহীন একটি এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ব্যাকডালার ভিতরে চাকা রাখার স্থানে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৪ হাজার ৯৬৫ পিস ইয়াবা, চার কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আসামিকে মাদক আইনে মামলা দিয়ে প্রাইভেটকারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত প্রাইভেট কার ও মাদকের মূল্য ৫০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
তিনি আরো জানান, আটক সোহাগ মিয়া বিজিবিকে জানায় তার ছোট ভাই মিলন মিয়া ওরফে ছোট বাবুর বসত ঘরে বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানের জন্য মজুদ রাখা হয়েছে। তার দেওয়া তথ্যমতে মিলন মিয়ার বাড়িতে তল্লাশি করে কোন স্বর্ণ পাওয়া যায়নি। তবে স্বর্ণ প্যাকিং এর স্কচটেপ, স্বর্ণ ভাগ করা ও কাঁটাতারের বেড়া কাটার একটি বড় কেচি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বিজিবি’র উপস্থিতির আগেই স্বর্ণগুলো সরিয়ে ফেলা হয়েছে।
এসএ/
আরও পড়ুন