ঢাকা, বুধবার   ০৬ ডিসেম্বর ২০২৩

টাঙ্গাইলের ভোট কেন্দ্রে অস্ত্রসহ যুবক আটক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ২ নভেম্বর ২০২২

টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নের ভোট কেন্দ্রের সামনে থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাকুল্যা সরকারি বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক স্বপন আলী (২২) একই ইউনিনের রায়ের মাকুল্যা গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।

গোপালপুর থানার এসআই মো. মাসুদ রানা বলেন, ভোট কেন্দ্রের সামনে স্বপন আলী দেশীয় ধারালো অস্ত্র চাকু ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিলেন। খবর পেয়ে তাকে কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়। 

তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি