ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ৮ জানুয়ারি ২০২৩

ভারত ও বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে যশোরের বেনাপোলের সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে গাতীপাড়ার কামারবাড়ি বিজিবি পোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিএসএফের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের তেরোঘর নামক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিএসএফের ৫ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। বিজিবি‘র ৫ সদস্যের নেতৃত্ব দেন খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স)।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে ফলপ্রশু আলোচনা হয়েছে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মেলন শেষে সন্ধ্যায় বিএসএফের প্রতিনিধি দলটি ভারতে ফিরে যান।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি