ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

পটুয়াখালীতে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৪, ২২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে  দেড় সহস্রাধিক ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  রোববার ( ২২ জানুয়ারি)  বিকেল সাড়ে তিনটার দিকে দুমকি থানা গেট এলাকা থেকে তাকে  আটক করা হয়। 

আটক জসিম উদ্দিন দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসা গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে। 

রোববার সন্ধ্যায় পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন )আহমদ মাঈনুল হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গোপন  সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুমকি থানা গেট এলাকার জিহাদ মেশিনারির দোকানের সামনের সড়ক থেকে মো. জসিম উদ্দিনকে আটক করে  জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তার সাথে থাকা বিস্কুটের প্যাকেটের মধ্যে থেকে পনের'শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ কে এম আজমল হুদা বলেন, তার বিরুদ্ধে দুমকি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আসলামসহ তাকে সোমবার আদালতে পাঠানো হবে।  
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি