ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কসবায় ৯০ কেজি গাঁজা ও বিদেশি মদসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯০ কেজি গাঁজা, ৫০ বোতল স্কপ, ৪৮ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে কসবা থানা থেকে এ তথ্য জানানো হয়। 

এর আগে রোববার গভীর রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের একটি আঞ্চলিক সড়ক থেকে মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার শাহপুর গ্রামের মৃত হারুণ মিয়ার ছেলে মো: মাসুক (২৭), তোতা মিয়ার ছেলে মো: রাজু (৩০), আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন শান্ত (২২)।

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল আকসিন গ্রামের একটি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৯০ কেজি গাঁজা, ৫০ বোতল স্কপ, ৪৮ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি