ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

নোয়াখালীতে ২০০ জনকে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০১:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সুবিধাভোগীদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক ও সাইকেল বিতরণ করা হয়েছে। বিশ্বব্যংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা প্রকল্পের সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় বন বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

উপকূলীয় বন বিভাগের আয়োজনে এবং স্বাবলম্বী সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেক ও সাইকেল বিতরণ করেন নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জহিরুর হক। 

অনুষ্ঠানে বনের উপর নির্ভরশীল ১০০ জন নারী-পুরুষের প্রতিজনকে ২৫ হাজার ২০০ টাকা করে মোট ২৫ লাখ ২০ হাজার টাকা এবং ১০০ জন বন প্রহরীকে ১০০টি সাইকেল হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন, জীবিকা উন্নয়ন তহবিলের টাকা হস্তান্তরের মাধ্যমে বনের উপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়ন হবে এবং বন ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।  
কেআই//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি