ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি মাঠের গম ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মহাজনপুর গ্রামের রাজ্জাকের ইটভাটার পাশের একটি গমক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে মাঠে কর্মরত শ্রমিকরা। পরে ওই এলাকার ইউপি সদস্য কালু মিয়া পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় ও কপালের উপরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি