ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

দশ কেজি গাঁজাসহ কুখ্যাত কারবারি আটক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ৮ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

সাভারে দশ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডে সংলগ্ন নয়াবাড়ি এলাকা থেকে ইসরাফিল অপু (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতার মো. ইসরাফিল অপু ভোলা জেলার সদর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

ওসি রিয়াজ উদ্দিন জানান, ভোর রাতে ডিবির ফোর্সসহ সাভার মডেল থানাধীন রেডিও কলোনী নয়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দশ কেজি গাঁজাসহ ওই কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার ও এর আশেপাশের এলাকায় বিক্রি করতো।

গ্রেফতার যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ নিয়ে গত সপ্তাহে সাভার ও আশুলিয়ায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজাসহ প্রায় বিশজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি ও সাভার মডেল থানা পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি