ঢাকা, বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

অভিযোগপত্রে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন রায়হান। এ ঘটনায় গত ১ আগস্ট তরুণী গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার কথা বলে তোফায়েল তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন।

উল্লেখ্য, মামলার পর গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন তোফায়েল। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হলেও তিনি তা করেননি।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি