ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ২১ নভেম্বর ২০২৩

টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শুরু করছে রেলওয়ে কর্তপক্ষ।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। 

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে কতক্ষণ নাগাদ বগিটি উদ্ধার করা যাবে তা নিশ্চিত জানাতে পারেনি তারা।

অন্যদিকে, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বগি লাইনচ্যুত হওয়ার ফলে রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে আছে। সকাল সাতটায় ঢাকা থেকে কমিউটার ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি