ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

কুকি চিনের সহযোগী লাল লিয়ান বম গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১০ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) লাল লিয়ান বম নামে এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে রুমার বেথেল পাড়া থেকে যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। লাল লিয়ান জেলার সদর ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডের বেথেল পাড়ার মৃত থন আলহ বমের ছেলে। 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেনী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিন শাখায় সশস্ত্র হামলা, অস্ত্র ও টাকা লুটের ঘটনার পর বান্দরবানের দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পুলিশ, র‌্যাব, বিজিবি, আমর্ড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি