ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

তিন মাস পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৬ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত ওয়াসিম আকরাম (২৮)-এর মরদেহ তিন মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত ওয়াসিম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং রমজান আলীর পুত্র।

গতকাল শনিবার (৫ জুলাই) মেইন সীমান্ত পিলার ৬০-এর নিকট মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ এপ্রিল ভারতীয় অংশের ইছামতী নদীর তীরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সীমান্তের বাংলাদেশের অংশে দাঁড়িয়ে মরদেহটি নিজ ছেলের বলে সনাক্ত করেন ওয়াসিমের বাবা রমজান আলী। এরপর বিএসএফ মরদেহটি উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

পুত্রের মরদেহ ফেরত পেতে বিজিবির কাছে লিখিত আবেদন করেন রমজান আলী। তার আবেদনের প্রেক্ষিতে মহেশপুর ৫৮ বিজিবি বিএসএফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। টানা আলোচনার ফলেই ভারতীয় পুলিশ ও বিএসএফ নিহত যুবকের মরদেহ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় নিহতের বাবা রমজান আলী (৬০) এবং বড় ভাই মেহেদী হাসান (৩৫) মরদেহ গ্রহণ করেন। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওয়াসিম আকরামের মরদেহ নিজ গ্রাম বাঘাডাঙ্গার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি