ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

দাদাদাদির কবরের পাশে সমাহিত মাইলস্টোন স্কুলের ছাত্রী সায়মা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫, ২২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরা মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ৩য় শ্রেণীর ছাত্রী সায়মা আক্তারের স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হওয়া। এক দুর্ঘটনা নিভে গেল সব স্বপ্ন। জানাজা শেষে দাদাদাদির কবরের পাশে সমাহিত করা হয়েছে শিশু সায়মাকে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সায়মাকে দাফন করা হয়।

এর আগে গাজীপুরের বিপ্রবর্থা গ্রামে এসেছে পৌঁছেছে সায়মা নিছর দেহ। দুই ভাইবোন ও বাবা-মা নিয়ে তাদের সংসার। বসবাস করত রাজধানীর উত্তরায়।

মেয়ে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনেরা। তার বাবা শাহআলম একটি কোম্পানিতে চাকরি সুবাদে তারা উত্তরায় বসবাস করতেন। 

সায়মার বড় ভাই সাব্বির জানান, তার একমাত্র ছোট বোনের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, সে স্বপ্ন এখন অতীত। 

সায়মার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি