মাইলস্টোনের শিশু শিক্ষার্থী রাইসাকে খুঁজছে পরিবার
প্রকাশিত : ১৪:৪৯, ২২ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ফরিদপুরের মেয়ে রাইসা এখনও নিখোঁজ। পরিবার বিভিন্ন হাসপাতালে তাকে খুঁজছে।
মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মেয়ের চাচা ইমদাদুল।
তিনি বলেন, স্যোসাল মিডিয়ায় যে ছবিটি দিয়ে পোস্ট দেয়া হয়েছে রাইসাকে পাওয়া গিয়েছে এটা এখন অবধি সঠিক তথ্য নয়। সে দেখতে অনেকটা সাদৃশ রাইসার মতো। স্বজনেরা বিভিন্ন হাসপাতালে খুঁজছে রাইসাকে, জানান তিনি।
এদিকে, শেষ আশা নিয়ে আজ সকালে রাইসার মামা আবারও দুর্ঘটনাস্থলে যান। তিনি ধ্বংসস্তূপের ভেতর খুঁজতে থাকেন। অবশেষে খুঁজে পান রাইসার স্কুল ব্যাগ, আইডি কার্ড ও একটি খাতা।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর প্রায় ২১ ঘণ্টা কেটে গেছে কিন্তু ওই শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির খোঁজ মেলেনি।
রাইসার মামা বলেন, 'আমরা সারা রাত খুঁজেছি। রাতভর বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল, বার্ন ইউনিটসহ আটটা হাসপাতাল ঘুরেছি। কিন্তু কোথাও ওকে খুঁজে পাইনি।'
শুধু রাইসার মামা একা নন এখনো অনেক পরিবার দুর্ঘটনাস্থলে আছে। তারা তাদের সন্তানদের খুঁজছে। কেউ কেউ এখনো আশায় বুক বেধে আছেন। আর কেউ খুঁজছেন সন্তানদের শেষ চিহ্ন।
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।
এএইচ
আরও পড়ুন