আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন
প্রকাশিত : ১৮:১৫, ১ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মদিনার ইসলামের চর্চা করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যে ইসলাম চর্চা করেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। এখানে মওদুদী ইসলামের অনুসারী কেউ নই।
শনিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে কাসেমী পরিষদের আয়োজনে আজমতে সাহাবা শীর্ষক মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “কিছু রাজনৈতিক দল ইসলামকে রাজনীতির হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়। আমাদেরকে এসব ভণ্ড রাজনীতির ফাঁদ থেকে দূরে থাকতে হবে।”
তিনি বলেন, ‘আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম। রাজনীতি তার পরের বিষয়। রাজনীতি হতে হবে ইসলামের আলোকে, মানুষের কল্যাণে।’
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, তাদের রাজনীতি ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
মুফতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের আলেম মাওলানা সাঈদ আল হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
এএইচ
আরও পড়ুন










