ঢাকা, বুধবার   ২৬ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জে এনায়েতপুর দরবার শরীফের পীরকে শেষ শ্রদ্ধা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৩, ২৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরীর (রঃ) পাক দরবার শরীফের সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়াকে জানাজায় শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে।

গত মঙ্গলবার গভীর রাতে ১০৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পূর্বঘোষিত বুধবার (২৬ নভেম্বর) বাদ জোহর এনায়েতপুর দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত–মুসল্লি অংশ নেন।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন সদ্য নতুন চতুর্থতম গদিনশীন হুজুর পাক খাজা গোলাম মেহেদী এবং মরহুমের বড় সাহেবজাদা খাজা ডা. মো. সলিমুল্লাহ।

প্রয়াত খাজা কামাল উদ্দিন নুহু মিয়া মৃত্যুকালে ৩ ছেলে, ৫ মেয়ে এবং বহু আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)–এর সেজো সাহেবজাদা হিসেবে পাঁচ ভাই–পাঁচ বোনের মধ্যে তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন ছিলেন।

পিতার আদর্শ ধারণ করে তিনি আজীবন চিন্তক, ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারকে নিজেকে নিয়োজিত রাখেন। অল্প আহার ও সরল জীবনাচরণ অনুসরণ করে তিনি দেশ–বিদেশে ছড়িয়ে থাকা লাখো ভক্ত ও আশেকদের ইসলামের আলো দেখানোর কাজে ভূমিকা রেখে গেছেন বলে জানান ভক্ত–অনুরাগীরা।

পরে দরবার শরীফ কমপ্লেক্সে তাকে দাফন করা হয়।

এদিকে, খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (এ্যাটকো)–এর মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি