ঢাকা, বৃহস্পতিবার   ২৭ নভেম্বর ২০২৫

গভীর রাতে জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ২৭ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জামালপুরে গভীর রাতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। মিছিলকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। 

বুধবার রাতে পৌর আওয়ামী লীগের ব্যানারে শহরের বকুলতলা থেকে একটি মশাল মিছিল বের হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।  

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা মুখ ঢেকে রেখে বিভিন্ন স্লোগান দেয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, গতকাল রাত ৩টা থেকে ৪টার মধ্যে পৌর আওয়ামী লীগের ব্যানারে শহরে একটি মিছিল করেছে। মিছিলকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি