ঢাকা, মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণায় হট্টগোল 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

কুড়িগ্রাম-৩ আসনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেছে দলের নেতা-কর্মীরা। 

রোববার দুপুরে মনোনয়ন বাছাইয়ের শুরুতেই সালেহীর প্রার্থীতা বাতিল বলে ঘোষণা দিলেই জেলা প্রশাসন সম্মেলন কক্ষে হট্টগোল এবং বাইরে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। 

ব্যারিস্টার মাহবুব আলম সালেহী দাবি করেন, তার কথা পুরোপুরি না শুনেই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন।
 
উল্লেখ্য, যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন ২ ডিসেম্বর সালেহীর ব্রিটিশ নাগরিকত্ব থাকার বিষয়টি সামনে এলে জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে বাংলাদেশী নাগরিকত্ব প্রমাণে ৪ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দেন। পরে রোববার সেটি প্রমাণ করাতে না পারায় জেলা রিটার্নিং কর্মকর্তা অন্যপুর্না দেবনাথ তার মনোনয়ন বাতিল বলে ঘোষণা দেন। 

এ ব্যাপারে জামাতের প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী সাংবাদিকদের জানান, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রয়োজনীয় কাগজপত্র না দেখেই বাতিল ঘোষণা করে রুমে চলে যান। আপিল করার ঘোষণা দেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি