ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

জয়পুরহাটে স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:৪১, ১৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আব্দুর রহমান নামে এক স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হরেন্দা বাজারের একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আব্দুর রহমান ধূরইল গ্রামের রেজাউল করিমের ছেলে ও ধূরইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

ওসি বজলার রহমান জানান, শুক্রবার রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য আব্দুর রহমানের সমবয়সী ৫ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি