ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

গাইবান্ধায় কিশোর বরসহ আটক ৭

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ৩১ জুলাই ২০১৯ | আপডেট: ১৬:৪৭, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ে করার উদ্দেশ্যে কনের বাড়িতে যাওয়ার সময় কিশোর বরসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।

আটককৃত কিশোর রফিক মিয়া গোবিন্দগঞ্জ পৌর শহরের কালিকা ডোবা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানা সুত্রে জানা যায়, রফিক মিয়ার বয়স ১৮। দাদা ও বোনদের সঙ্গে নিয়ে সে বিয়ে করতে কনের বাড়িতে যাচ্ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে পথিমধ্যে থানা পুলিশের একটি দল তাদেরকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় মোবাইল কোর্টে হাজির করার প্রক্রিয়া চলছে। 

এএইচ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি