ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কালিয়াকৈরে তিনদিন ব্যাপী বৃক্ষমেলা 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৪, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা চত্বরে তিনদিন ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা শুরু হয়েছে।বুধবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক।
 
এর আগে মেলার উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করা হয়।র‌্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী হাফিজুল আমিন সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন শিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আশিষ কুমার কর।
উল্লেখ্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগের এ মেলা আগামী শুক্রবার শেষ হবে। 
এমএস/কেআই  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি