ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ছেলেধরা গুজবে গণপিটুনিতে নারী হত্যায় গ্রেফতার ৩

সাভার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২০:৩০, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝোড়া বাসা ভাড়া নিতে গেলে এক নারীকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।এনিয়ে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা(উপ-পরিদর্শক-এসআই)এমারত হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন,খুলনা জেলার তেরখাদা থানার আকুলিয়া গ্রামের আব্দুল হাফিজ সরদারের ছেলে শুকুর সরদার(৩০), শরীয়তপুর জেলার জাজিরা থানার বায়েরটাকি গ্রামের খোরশেদ হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার ফোরকান আলীর স্ত্রী কাজল (৩৫)। 

এর আগে গত ২৪ জুলাই সাভার তেঁতুলঝোড়া বাগবাড়ী হরিণধরা এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেন(২০)নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।

এমারত হোসেন জানান, সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বাসা ভাড়া নিতে গেলে সালমা বেগম নামে এক নারীকে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে আসামীদের চিহ্নিত করে পর্যায়ক্রমে গ্রেফতার করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে আদালতে পাঠানো হলে তারা হত্যাকাণ্ডের ঘটনার দায় স্বীকার করেছে। সর্বশেষ বুধবার গভীর দিবাগত রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে কাজল নামে ১ নারীকে গ্রেফতার করা হয়েছে।এই নারীই প্রথম সালমাকে ছেলে ধরা বলে গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করতে উদ্বুদ্ধ করেন।   

এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানালে পুলিশ কর্মকর্তা। 
উল্লেখ্য,গত ২০ জুলাই দুপুরে সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া এলাকায় বাসা ভাড়া নিতে গেলে সালমা বেগমকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।এঘটনায় অজ্ঞাতনামা প্রায় ৫ শতাধিক জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত সালমা বেগম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মুসলিমাবাদ গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে।
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি