ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

যুবককে পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যাচেষ্টা, আটক ১

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ২৫ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৯:২৭, ২৫ জানুয়ারি ২০২০

আটক সহকর্মী দোলোয়ার হোসেন

আটক সহকর্মী দোলোয়ার হোসেন

Ekushey Television Ltd.

পায়ুপথে বায়ু ঢুকিয়ে মামুন নামে এক সহকর্মীকে হত্যা চেষ্টার অভিযোগে আটক হয়েছেন ষ্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ এর আরেক কর্মচারী দেলোয়ার হোসেন। আশঙ্কাজনক অবস্থায় মামুনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ষ্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ এর ফেনী-নোয়াখালী সড়কের কাশিমপুর কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ষ্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ এর ফেনী-নোয়খালী সড়কের কাশিমপুর কারখানার কর্মচারী দেলোয়ার হোসেন তার সহকর্মী মামুনকে পায়ুপথে বায়ু দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে দেলোয়ার নিজেই ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বাতাস দেয়ার কথা স্বীকার করায় দোলোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ মোশারফ হোসেন জানান, মামুনের পায়ুপথে প্রেশার দিয়ে বায়ু ঢোকানোর কারণে তার পেটের ভেতরের রেকটম ছিঁড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি