ঢাকা, মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬

ধর্ষকের শাস্তি দাবিতে উত্তাল ফেনী

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৬, ৭ জানুয়ারি ২০২০

ধর্ষকের বিচারের দাবিতে ফেনীতে মশাল মিছিল

ধর্ষকের বিচারের দাবিতে ফেনীতে মশাল মিছিল

Ekushey Television Ltd.

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ধর্ষকের বিচারের দাবিতে ফেনীতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে ধর্ষকের বিচারের দাবিতে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে ফেনী।
 
‘আমরা ফেনীর সন্তান’ ব্যানারে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে শহরের ট্রাংক রোড় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলনের কর্মসূচী পালন করা হয়। এতে অংশগ্রহণ করে শহরের সর্বস্তরের মানুষ। 

পরে সন্ধ্যায় শহীদ মিনার থেকে শুরু হয় মশাল মিছিল। ধর্ষকের বিচারের দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ফেনী। এ মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ পথচারীরাও। মিছিল থেকে ধর্ষকের ফাঁসির দাবি তোলা হয়। 

মশাল মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের খেজুর চত্ত্বর, দোয়েল চত্ত্বর ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে বিক্ষোভে মিলিত হয়। সেখানে সমবেত মানুষ ধর্ষকের বিচারের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ আশা করেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি