ঢাকা, বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫

দামুড়হুদায় আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৬, ১২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম আনোয়ারা বেগম (৭৫)। শনিবার রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম একই এলাকার মৃত আবদিল মোল্লার স্ত্রী। 

প্রতিবেশিরা জানান, আনোয়ারা বেগম উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজের জমিতে একটি ঘরে একাই থাকতেন। তার বসতঘরে জ্বালানি কাঠ ছিল। শনিবার রাত দেড়টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে তার ঘরে। প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও বৃদ্ধ আনোয়ারা বেগম মারা যান। তবে কীভাবে ওই ঘরে আগুন লাগে তা কেউ বলতে পারছেন না।

দামুড়হুদা মডেল থানার ওসি আবদুল খালেক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই ঘরে আগুনের সূত্রপাত হয়। আনোয়ারা বেগম মারা যাওয়ার ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে আনোয়ারা বেগমের দাফন কাজ সম্পন্ন হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি