ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আত্রাইয়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ১১ জুন ২০২০

নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ সংলগ্ন পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যক্তির পক্ষে জানানো হয়েছে। এই ঘটনায় ওই পুকুরের মালিক উপজেলার খোলাপাড়া গ্রামের গৌতম কুমার সাহা ওইদিন বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন।

আত্রাই থানার ডিউটি অফিসার এস আই মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন।

ওই কলেজের একটি বড় পুকুর দীর্ঘদিন থেকে লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন গৌতম কুমার সাহা। এবারে তিনি পুকুরটিতে দেশি প্রজাতির রুই, কাতলাসহ বিভিন্ন জাতের ৪ লক্ষাধিক টাকার মাছ চাষ করেন। বৃহস্পতিবার ভোর রাতে  কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করলে সমুদয় মাছ মরে পানিতে ভেসে উঠে। 

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি