ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

কোম্পানীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ২৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

ডেইলি অবজারভার, আনন্দ টিভি, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাব কোম্পানীগঞ্জ’র সভাপতি হাসান ইমাম রাসেল’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের মাধ্যমে অপপ্রচার রটানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ’র আয়োজনে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব কোম্পানীগঞ্জ’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সহ-সভাপতি ও বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্যাহ প্রমূখ।

অসত্য সংবাদের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ না চাপালে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ’র পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি