ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

সাংবাদিক শামসুল হুদার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল 

ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ

প্রকাশিত : ২৩:৪২, ২২ আগস্ট ২০২০ | আপডেট: ২৩:৪৭, ২২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

চট্টগ্রাম হালিশহর থেকে প্রকাশিত জনতার খবর পত্রিকার সম্পাদক প্রয়াত এম.শামসুল হুদার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বিএসপি) কেন্দ্রীয় কমিটি ও সন্দ্বীপ উপজেলা কমিটির যৌথ উদ্যোগে মুছাপুর ৮নং ওয়ার্ড এর ওমেদ আলী মুন্সী সমাজস্থ দারুল কোরআন মাদ্রাসা ও এতিম খানায় খতমে কোরআন এবং বাদ যোহর মাদ্রাসা সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাদ্রসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ইলিয়াছ। 

এতে আরও উপস্থিত ছিলেন,সহকারী প্রিন্সিপাল মাওলানা আইয়ুব,সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রহমান,সিনিয়র শিক্ষক মুফতি মুহাম্মদ শাহীন,শিক্ষক মাওলানা হাফেজ কাওছার, শিক্ষক নুরুল আবছার খোকা।

বিএসপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কমিটির সভাপতি ইলিয়াস কামাল বাবু,সহ-সভাপতি আবছার খান,সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সন্দ্বীপি,সহ-সাধারণ সম্পাদক নুরুন্নবী রুমী,সাংগঠনিক সম্পাদক অপু ইব্রাহীম, কার্য নির্বাহী সদস্য আনোয়ার হোসেন মুরাদ। পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মরহুম সাংবাদিক এম. শামসুল হুদার ছোট ভাই মো. শহীদ ও একমাত্র ছেলে জোবায়েদ ওমর সাজিম। দোয়া মাহফিল শেষে সবাই জেয়াফতে অংশ নেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি