ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

রাজশাহীর সড়কে ঝরলো তিন প্রাণ, আহত ৬

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ১৫ নভেম্বর ২০২০

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন ছয় জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। 

নিহতরা হলেন- নগরের শাহ মখদুম থানার আমচত্বর এলাকায় ফয়সাল (২৮), চারঘাট উপজেলার নওপাড়া এলাকার জামেরুল (৪৮)। আর নগরীর দাসপুকুর এলাকায় নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান- রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। যার বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত তিনজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহ মখদুম থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান- নগরীর নওদাপাড়া আমচত্বরে বেলা ১১টায় গরুবাহী ভটভটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামেরুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এছাড়া দুপুর ১২টার ইকে একই এলাকায় পিকআপের সঙ্গে খড়বাহী ভটভটির সংঘর্ষে ফয়সাল নামে এক যুবকের প্রাণহানি ঘটে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি