ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

মিরসরাই পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ২২:০২, ৮ ডিসেম্বর ২০২০

মিরসরাই পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ ডিসেম্বর) দুপুরে মিরসরাই পৌর আওয়ামী লীগ ও মিরসরাই পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল।

মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি কামরুল আহসান হাবীব, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল বশর, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন সুজন, কাউন্সিলর শাখের ইসলাম রাজু, নুরুল মোস্তফা, রহিমুল্লাহ, রিজিয়া বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, বর্তমান সরকার ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সার্বিক সহযোগিতায় মিরসরাই পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ হয়েছে। পৌরসভার অর্থনৈতিক খাতে অগ্রগতির জন্য মিরসরাই-নারায়ণ সড়ক রামগড়ের আদলে দুই লাইনে প্রশস্তকরণ, মিরসরাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের চার লেইন সড়কের কাছ দ্রুতগতিতে সম্পন্ন করা, গোভনীয়া ছড়ার মুখে রাবার ড্যাম নির্মাণ, ওয়াটার ট্রিটমেন্ট প্লানের কাজ, নব নির্মিত দু’টি প্রাথমিক বিদ্যালয়ের অসমাপ্ত কাজ শেষ করা প্রয়োজন। এজন্য মাহবুব রহমান রুহেলের সুদৃষ্টি কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, বর্তমান সরকার সারাদেশের ন্যায় মিরসরাইতেও ব্যাপক উন্নয়ন কাজ করেছে। মিরসরাই পৌরসভার অসমাপ্ত কাজ সম্পাদনে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি