ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

এক বোয়ালের দাম পৌনে এক লাখ!

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৬, ২২ ডিসেম্বর ২০২০

পৌনে এক লাখ টাকার বিশাল বোয়াল।

পৌনে এক লাখ টাকার বিশাল বোয়াল।

Ekushey Television Ltd.

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের এক বিশাল বোয়াল মাছ ধরা পড়েছে। যেটি বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায়। উপজেলার দৌলতদিয়া এলাকাস্থ পদ্মা-যমুনার মোহনায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ধরা পড়া মাছটি এক নজর দেখতে ভীড় করে উৎসুক মানুষ।

পরে মাছটি দৌলতদিয়া ঘাটের নাটো মোল্লার আড়ৎ থেকে নিলামে কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান শেখ ও নুরু শেখ। 

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান- সকালে নাটো মোল্লার আড়ৎ থেকে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি প্রতি কেজি ২ হাজার ৮ শত টাকা দরে মোট ৭০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। পরে মাছটি ৭৫ হাজার টাকায় এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিয়েছি। 

মাছ ব্যবসায়ী নুরু মিয়া জানান- মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন স্থানীয় জেলে কালী হলদার। এসময় তার জালে বিশাল আকৃতির ওই বোয়াল মাছটি ধরা পড়ে। 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান- এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু বড় ধরনের মাছ পাওয়া যাচ্ছে। বিশাল আকৃতির এই বোয়ালটি সেগুলোরই একটি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি