ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভুয়া পশু চিকিৎসকের হাতে ষাড়ের মৃত্যু, থানায় মামলা

ধামইরহাট সংবাদদাতা

প্রকাশিত : ১৬:২৫, ২৮ ডিসেম্বর ২০২০

নওগাঁর ধামইরহাটে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ভুয়া পল্লী পশু ডাক্তারের ভুল চিকিৎসায় ২ বছর বয়সী একটি ষাড় গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রামরামপুর (মনিপুর) নামক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক মো. হাবিবুর রহমান হাবিব বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুয়া পশু চিকিৎসক মো. আমিনুল ইসলাম উপজেলার আঙ্গরত করোনি এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি পশু চিকিৎসার নামে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ। 

এ ঘটনায় ওই ভুয়া ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান ক্ষতিগ্রস্ত গরু মালিকসহ এলাকাবাসী।

গৃহপালিত ষাড়টির মালিক হাবিবুর রহমান জানান, তার ২ বছর বয়সী ষাড় গরুটি পায়ের সমস্যা নিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। বিষয়টি তিনি তার ছেলে নয়নকে অবগত করলে সে এ বিষয়ে পশু ডাক্তার আমিনুলের পরামর্শ চান এবং ওইদিন বাড়িতে এসে গরুকে ৫টি ইনজেকশনসহ বিভিন্ন ঔষুধ লিখে দেন ওই পশু ডাক্তার। 

পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ষাড়টি মারা যায়। এতে হাবিবুর রহমান প্রায় ১ লক্ষাধিক টাকা ক্ষতির সম্মুখীন হন বলে জানান। 

এ বিষয়ে অভিযুক্ত পশু ডাক্তার মো. আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, এ বিষয়ে অভিযোগ হাতে পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি