ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

সাভারে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সপ্তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ২০:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সাভারে সামাজিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির সপ্তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিরুলিয়ার প্রিয়াংকা শুটিং স্পটে এই মিলনমেলা উদযাপিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ তিনি বলেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির একটি অরাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠান। হাঁটি হাঁটি পা পা করে ৭ বছরে বহুদূর এগিয়ে গেছে। তার মধ্যে করোনার সময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াঁনো, শীতে কম্বল বিতরণ, দুর্ঘটনায় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা সত্যি প্রশংসনীয়।  

এ সময় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সদস্যরা ঢাকা-১৬ আসনের সংসদ সদস্যকে ক্রেস্ট প্রদান করেন এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের  উদ্বোধন করেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬নং ওর্য়াড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মাদ আলী আড্ডু প্রতিষ্ঠাতা সভাপতি (এফএনএফ গ্রুপ)
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি