ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

হিলিতে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে বিশেষ কায়দায় শরীরে বাধা অবস্থায় ৪৯ বোতল ফেনসিডিলসহ সমেনা বেগম (৩১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

সোমবার বিকেল ৫টায় হিলি-ঘোড়াঘাট সড়কের থানা মোড় নামক এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সে হিলির মধ্যবাসুদেপুর গ্রামের মৃত মনছের আলীর মেয়ে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম হিলির থানা মোড় নামক এলাকায় অবস্থান নেয়। এসময় হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে ডাঙ্গাপাড়াগামী একটি রিকশায় এক নারীকে দেখে সন্দেহ হলে তাকে থামতে সংকেত দেয় পুলিশ। পরে মহিলা পুলিশ দ্বারা তল্লাশী চালিয়ে তার শরীরে বাধানো অবস্থায় বিশেষ জ্যাকেটে রাখা ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আগামীকাল মঙ্গলবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি