ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

করোনার জনসচেতনায় নওগাঁয় বিএনসিসির বর্ণাঢ্য র‌্যালী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনা সৃষ্ঠির লক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালী করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্টের ক্যাডেটরা।

সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজে চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটির উদ্বোধন করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মানিক কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খাজা আব্দুল গণি, বিএনসিসি'র কোম্পানি কমান্ডার (সহযোগী অধ্যাপক) কমান্ডার লে. মূহা. বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মাদ শামসুল আলম, পিইউও মো. সাহিদুজ্জামন খান চৌধুরীসহ, নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ ও বিএনসিসির অন্যান্য কর্মকর্তা ও ক্যাডেটবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও র‌্যালীতে মাস্ক, লিফলেট বিতরণ ও মাইক দ্বারা জনসচেতনামূলক প্রচারণা করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি