ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

এক সপ্তাহ পর উদ্ধার অপহৃত স্কুলছাত্রী 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৮, ১২ মার্চ ২০২১ | আপডেট: ২১:০০, ১২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে গত এক সপ্তাহ আগে অপহরণের শিকার স্কুল ছাত্রী পূর্ণিমা দাস (১৩) কে যশোর আদালত চত্বর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১০ মার্চ) বিকেলে অপহরণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী আকবার ও স্ত্রী রুমা খাতুন নামে এক দম্পত্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার সময় এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানা পুলিশ।

গত ৪ মার্চ দুপুরে বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে ওই দম্পত্তি পূর্ণিমা দাসকে অপহরণ করে পালিয়ে যায়। ওই দিন পূর্ণিমার বাবা রবিন দাস মেয়েকে আকবার ও স্ত্রী রুমা খাতুন নিয়ে পালিয়েছে জানিয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীদেরকে গ্রেফতার ও পূর্ণিমাকে উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, বৃহস্পতিবার বিকালে ভিকটিম ও আসামিদেরকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি