ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বাঘের থাবায় গুরুত্বর জখম বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মচারী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ১৪ মার্চ ২০২১

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি বাঘের থাবায় গুরুত্বর জখম হয়েছেন মজনু মিয়া নামে এক কর্মচারী। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মজনু মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এসময় এনক্লোজারের সামনে হঠাৎ করে কর্মচারী মজনু মিয়া বাঘের সামনে পড়ে গেলে সে থাবা দেয়। এ ঘটনায় পার্কের অন্যান্য কর্মচারী মিলে বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাঘের থাবায় আহত মজনু মিয়ার বগলের নীচে ক্ষত সৃষ্টি হয়েছে। সঙ্গে তার বাম হাতের শোল্ডারেও ক্ষত হয়েছে। তাকে ঢামেকে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি