ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৯, ১৬ মার্চ ২০২১ | আপডেট: ২০:৪৩, ১৬ মার্চ ২০২১

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

Ekushey Television Ltd.

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের বিলের একটি আলুর ক্ষেতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে যান্ত্রিক ক্রুটির কারণে বাংলাদেশ ফ্লাইং একাডেমির এসটিএজিজি প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণের সময় আচড়ে পড়ে।  

এ সময় বিমানটি উল্টে গিয়ে ২ জন পাইলট সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে শিক্ষানবিশ পাইলট মবিন ও মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন রাজশাহীর সহকারি পুলিশ সুপার (তানোর-গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক। 

তিনি বলেন, খবর পেয়ে দমকলকর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। যান্ত্রিক ক্রুটির কারণে জরুরি অবতরণের সময় বিমানের সামনের চাকা ভেঙ্গে গিয়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি