ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হাসপাতালে এক হাজার আইভি স্যালাইন দিলেন শেখ তন্ময় 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ২৫ এপ্রিল ২০২১

বাগেরহাটের ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন সংকট মেটাতে স্বাস্থ্য বিভাগকে এক হাজার পিস আইভি স্যালাইন দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরের নিকট এই স্যালাইন হস্তান্তর করেন সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন। 

এসময় বাগের হাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কুমার, যুবলীগ নেতা মীর জায়েসী আশারাফি জেমসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন বলেন, বাগেরহাট জেলা জুড়ে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি যে হাসপাতালগুলোতে স্যালাইন সংকট রয়েছে। যার ফলে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি সমাধানে তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য শেখ তন্ময় তার ব্যক্তিগত অর্থায়নে এক হাজার আইভি স্যালাইন প্রদান করেছেন। ভবিষ্যতে  সংসদ সদস্য শেখ তন্ময়ের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন যে পরিমান রোগি ভর্তি হয়, সে তুলনায় আমাদের আইভি স্যালাইন নেই। আমরা রোগিদের সেবা দিতে হিমশিম খাচ্ছিলাম। সংষদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে পাওয়া এই স্যালাইন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেআই// 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি