ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলমডাঙ্গায় পাখি ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৪, ২৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাস্তা পার হতে গিয়ে পাখি ভ্যানের ধাক্কায় খাইরুন্নেসা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বন্দরভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুন্নেসা আসমানখালী বন্দরভিটা এলাকার মৃত সবের আলী মণ্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন খাইরুন্নেসা। এসময় উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত পাখিভ্যান তাকে ধাক্কা দেয়। এতে খাইরুন্নেসা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কাবির জানান, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি