ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

কাশিমপুর কারাগারের কারারক্ষী ইয়াবাসহ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৪, ৩০ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কারাগারের এক কারারক্ষীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ওই কারাগারের মূল প্রবেশ গেইটের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আটককৃত পিন্টু মিয়া বগুড়ার সোনাতলা থানার পূর্ব টেকয়ানী এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তার কারারক্ষী নং ১৪০৯০।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কারারক্ষী পিন্টু মিয়া বাহির থেকে কারাগারের ভেতরে প্রবেশের সময় চেক পোষ্টের কারারক্ষী আতিকুর রহমানের  সন্দেহ হলে তাকে তল্লাশি করে। এ সময় পিন্টু মিয়ার প্যান্টের ডান পাশের পকেটে রাখা ৩২৮ পিস ইয়াবা পাওয়া যায়। পরে পিন্টু মিয়াকে কারা হেফাজতে আটক রেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে ইয়াবাগুলো জব্দ করে আটক পিন্টু মিয়াকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি