ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হিলিতে জুতা ও ছাতা কারিগরদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৭, ৬ জুলাই ২০২১

দিনাজপুরের হিলিতে করোনার সংক্রামন রোধে চলমান লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া ও আয় কমে বিপাকে পড়া জুতা ও ছাতা কারিগরদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।এদিকে খাদ্য সহায়তা পেয়ে খুশি ওই পেশার মানুষজন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন তাদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন। হিলিবাজারসহ আশেপাশের এলাকায় কর্মরত এমন ১১জনকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, করোনার কারনে চলমান লকাডাউনের কারনে আয় রোজগার কমে বিপাকে পড়েছেন ছাতা ও জুতা কারিগররা।বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে আজ হিলি বাজারে কর্মরত এই দুই পেশার সকল মানুষকে ডেকে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি