ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

করোনা চিকিৎসায় এক মাসের বেতন দিলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৩, ১৫ জুলাই ২০২১

মাশরাফির পক্ষে চেক হস্তান্তর করেন বাবা গোলাম মোর্ত্তজা স্বপন

মাশরাফির পক্ষে চেক হস্তান্তর করেন বাবা গোলাম মোর্ত্তজা স্বপন

চলমান করোনা মহামারীর মধ্যে জরুরি স্বাস্থ্যসেবার জন্য নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষ থেকে এক মাসের বেতনের টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (১৪ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের কাছে এক লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সহ সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক জহির, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, জরুরি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের সমন্বয়ক খসরুল আলম পলাশসহ দলীয় নেতৃবৃন্দ।

নড়াইল জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যসেবা টিম করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স সার্ভিসহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছে। এ কাজগুলো আরও গতিশীল করতে মাশরাফি বিন মোর্ত্তজা এমপির পক্ষ থেকে এক মাসের বেতনের এক লাখ ৭৫ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি