ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, দুশ্চিন্তায় গরু ব্যবসায়ীরা

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি

প্রকাশিত : ১৭:৫৫, ১৭ জুলাই ২০২১

য‌ানবাহ‌নের বাড়‌তি চা‌পে দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্র‌বেশদ্বার দৌলত‌দিয়া ঘা‌টে যানবাহ‌নের দীর্ঘ সি‌রিয়াল তৈ‌রি হ‌য়ে‌ছে। ফ‌লে নদী পা‌রের অপেক্ষায় আটকা পড়ে‌ছে কোরবানির পশু ও যাত্রীবাহী শত শত যানবাহন। শ‌নিবার সা‌ড়ে ১০টার দি‌কে সরেজমিনে গিয়ে দেখা যায় দৌলত‌দিয়ায় এমন চিত্র।

এসময় ঘা‌টের জি‌রো প‌য়েন্ট থে‌কে মহাসড়‌কের প্রায় ৫ কি‌লোমিটার ও গোয়ালন্দ মো‌ড়ের সড়‌কের ৩ কি‌লো‌মিটার এলাকায় দীর্ঘ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে যানজ‌টের। সি‌রিয়া‌লে র‌য়ে‌ছে পশুবাহী ও জরুরি পণ্যবা‌হি ট্রাক, যাত্রীবা‌হি বাস ও ছোটগা‌ড়ি। 

এ দি‌কে পদ্মার তীব্র স্রো‌তে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ব্যাহত হ‌চ্ছে ফে‌রি চলাচল। ফ‌লে যানবাহন পারাপা‌রে সময় লাগ‌ছে আগের তুলনায় বে‌শি। ঘন্টার পর ঘন্টা নদী পাড়ে অপেক্ষায় আটকে তীব্র গর‌মে অনেক গরু অসুস্থ হ‌য়ে পড়‌ছে। এবং সড়‌কে ভোগা‌ন্তি পোহা‌চ্ছে বা‌সের চালক ও য‌াত্রীরা। যাত্রী ও যানবাহন পারাপা‌রে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে বর্তম‌া‌নে ছোট বড় ১৬টি ফে‌রি চলাচল কর‌ছে।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি